এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 17 ডিসেম্বর 2020 13:55

নারী নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                নারী

নারী তুমি সবার ঊর্ধ্বে 
       করলে শিশু দান,
তাইতো বৃদ্ধা শিশু সবাই 
       গায় যে নারীর গান।

নারীই হলো জগত জুড়ে 
       ঝলকে প্রদীপ নূর,
তাইতো শিশু শুনলো বাণী
       প্রথম মা'য়ের সুর।

নারী হলো ভবের ঘরে
       নাড়ি ছেঁড়া ধন,
হীরা মুক্তার চেয়ে নারী
       অমূল্য রতন। 

নারী হলো মা' জননী 
       শান্তি সুখের মূল,
মায়ায় ঘিরে রাখছে নারী 
       আদম নামের ফুল।

নারী হলো স্বর্গ ছায়ার
       ঠাণ্ডা হিমেল ঝড়,
তাইতো নারী সব অন্তরে
       বাঁধছে বাঁধন ঘর।
       --------------------
       স্বরবৃত্ত--৪+৪+৪+১            
            
469 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 29 ডিসেম্বর 2020 15:51
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

7 মন্তব্য