এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 19 ডিসেম্বর 2020 18:30

শেষ বিদায়ের সুর নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                শেষ বিদায়ের সুর

ধীরে ধীরে বাড়ছে বয়স
       কমছে শুধু আয়ু,
কখন জানি মারবে উড়াল 
       শেষ বিদায়ের বায়ু।

থাকতে সময় হিসাব কষি 
       কি করেছি ভালো, 
রঙের ঘরে ক'দিন পাবো
       সূর্য তারার আলো।

কখন জানি বন্ধ হবে 
       সময় ঘড়ির কাঁটা, 
ব্যথার সুরে উড়বে পরাণ
       ভাঙ্গবে জোয়ার ভাটা। 

হঠাৎ যখন পরবে ঠেসে 
       পাহাড় সমান কিছু, 
ঝড় তুফানে হিম করিবে
       শির করিবে নিচু।

মনের ব্যথা অশ্রু কণায়
       চিত্ত মনন জুড়ে, 
স্বপ্ন আশা মারবে উড়াল 
       শেষ বিদায়ের সুরে।
----------------------
স্বরবৃত্ত---৪+৪+৪+২            
            
467 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 29 ডিসেম্বর 2020 15:59
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

4 মন্তব্য