এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 30 নভেম্বর 2021 17:20

অসৎ কামাই নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                অসৎ কামাই 

অসৎ পথের কামাই দিয়ে 
জীব করেছো ছাই, 
মরণব্যাধি আসবে যখন
কেমনে পাবি ঠাঁই। 

ভবের ঘরে রঙ্গ রসের
সুখ দুলালের জম,
সুখের তাঁরা নিভে গেলে
যায় ফুরিয়ে দম।

অসৎ পথের নৌকা চড়ে 
সুখ করেছো দূর,
সুখের আশায় দুঃখ লয়ে
ছাই করেছো নূর।

হিসাবনিকাশ পড়বে ধরা
সঙ্গী কবর ভাই, 
অসৎ কামাই লয়না জোড়া 
হয়না বিন্দু ঠাঁই। 

সময় বেলা থাকতে বুঝি
ময়লা করো সাফ,
প্রভুর কাছে দু'হাত তুলে
নাও চেয়ে নাও মাফ।            
            
355 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 06 ডিসেম্বর 2021 11:45
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

1 মন্তব্য