এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 04 জানুয়ারী 2022 01:51

শীত বসন্ত নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                .
নীল গগনে যায় না দেখা
মেঘ মাধুরীর খেলা,
শীত বসন্তে শীত মালা ওই
বসায় রঙের মেলা।

দখিন বায়ে হিম কুয়াশা 
সবুজ ছায়া তলে, 
ঘাসফড়িঙে নৃত্য করে
শিশির বিন্দু জলে।

হিম বাতাসে সুর তুলে যায়
কোকিল কণ্ঠ সুরে,
ভোর প্রভাতে শিশির বিন্দু 
চমকে সোনার নূরে।

সাদা কালো মেঘের ভেলা 
সব'ই গেছে থেমে,
শীত বসন্তে মেলছে ডানা 
দুধ কুয়াশায় নেমে। 

সন্ধ্যা তারা যায় না দেখা 
হিম কুয়াশার ফাঁকে, 
আপন সুরে সুর মিতালী 
রোজ নিশিতে ডাকে।            
            
462 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 14 জানুয়ারী 2022 23:51
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

3 মন্তব্য