এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 23 মে 2016 12:27

দূরপথে'র প্রান্তে।

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ♥দূরপথে'র প্রান্তে।♥

লিখা ছিল তাই,
ভেসেছি ভাল ভাবনাহীন-
নাহলেই প্রেম কি করার আমার!!!
চলে যাবে সে,চলে যাবে।

হৃদয়ের মরুতে জলছিটিয়ে গড়েছি কানন,
জপেছি তারি নাম মুখেতে কারণেও অকারণ।
যদি বিধাতার বিধানে লিখা থাকে-
তবে শতবাঁধার বাঁধন ছিড়ে তাকে আসতেই হবে।

সেই ছোট্টবেলায় মেলায় এসে সে হাঁসত,
তাকে দেখে হৃদয় আমার থরথর করে কাঁপত।
ভালবাসি তারে বলা হলনা,সে কি তা বুঝে???
সেইদিন গুলো কি আর ফিরে আসবে!!!!?

গুরুজন যখন পাঠদান দিতেন শ্রেণীকক্ষে,
বক্ষে জপিতাম তারে নিয়ে স্বপ্ন দুটুচুক্ষে।
কল্পনাও করিনি তখন মিছে সে স্বপ্ন-
ভাবতাম বসেবসে একদিন না একদিন সে ফিরবে।

আজো আশাতে আছি দূরপথে'র প্রান্তে,
যদি সে আসে হেসে তারে বরণ করতে।
রাঙাব তারে হৃদয়ফুলে ভুলাব শত দুঃখ-
মধুর মিলনে খুশিরই প্রদ্বীপ জ্বলবে।            
            
1064 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

1 মন্তব্য