এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 17 আগষ্ট 2020 00:01

নিমগ্ন আত্মাহুতি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আমাজন কিংবা আফ্রিকার 
ঘন অন্ধকার ভালোবেসে 
তোমার ঐ দীঘল ছায়ার আবেশে 
যদি আমি নিরুদ্দেশ হই 
নিঃশব্দ শিশিরের ঘোরে 
দোহাই তোমার -
ভাঙ্গিও না এ ঘোর আমার! 

বৈশাখী মেঘের মতো 
তোমার উচ্ছলা আঁখি তারায় 
জেগে থাকা আমার দিন রাত -
তরজমার নিবিড় পাঠে যদি মাতাল হই 
বন্ধ করো না ঐ আঁখি পাত -
থাক না আমার সারা বেলা 
এই নিমগ্ন আত্মাহুতি! 

অভিমানী পান্হ 
ঘন অন্ধকার ভালোবেসে 
বড়বেশী নিশ্চুপ 
মিলনের প্রহর গুনে গুনে 
হারিয়ে যাবে, ফেলে যাওয়া 
পদচিণ্হের ওপারে -
প্রভাতী কিরণ হয়ে 
তুমি তখন এসো 
কিছু টা সংগোপনে!

নক্ষত্রের এই সব রাত 
সেতো প্রভাতেরই আজন্ম শৈশব!!            
            
400 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 18 আগষ্ট 2020 15:48
শেয়ার করুন
হাসান সেলিম

হাসান সেলিম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালে ১ জুলাই জন্ম গ্রহন করেন। পিতা মরহুম বাবর আলী মোল্লা, মাতা মরহুমা আনোয়ারা বেগম।চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি সকলের বড়। শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা, শ্রীপুর হাইস্কুল থেকে ১৯৭৯ সনে এস.এস.সি. পাস এবং ১৯৮১সনে শ্রীপুর কলেজ হতে এইচ.এস.সি. পাশ করেন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৫ সালে ইতিহাস বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রী লাভ করেন।অতপর ১৯৮৬ সালে একই বিশ্ববিদ্যালয় হতে এম এ ডিগ্রী লাভ করেন। তিনি বর্তমানে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে ইতিহাস বিষয়ে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্হ "জেগে থাকে নীল পাথর"।এছাড়াও "শ্রীপুরের ইতিহাস ও কৃষ্টি "গ্রন্হটি যৌথ ভাবে রচনা করেন।

হাসান সেলিম এর সর্বশেষ লেখা

3 মন্তব্য