এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 03 সেপ্টেম্বর 2020 23:43

করোনার তাণ্ডব নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                ~~~করোনার তাণ্ডব~~~

আগুন পুড়ে শেষ করে
    জ্বালানি লাকড়ি খড়ি,
করোনা আজ স্তব্ধ করছে
    মানব জীবনের ঘড়ি!

সৈন্য আক্রমণ হয় জোটগত
    করোনাও তাই করে,
এক দেশ ছেড়ে যাচ্ছে
    দেশ থেকে দেশান্তরে!

জঙ্গি আক্রমণ হয় জনসমাবেশে
     করোনাও তাই ছাড়ে, 
তার নেই দেশ বিদেশ 
     সমাবেশেই আক্রমণ মারে!

জঙ্গিদের হানা আকাশ মাটিতে
    করোনাও নেই পরে,
মাহাকাশে আক্রমণ করছে
    সারা বিশ্ব ধরে!
____[]____[]____[]____[]____            
            
515 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 04 সেপ্টেম্বর 2020 20:54
শেয়ার করুন
জামাল বিন ইউনূস

জামাল বিন ইউনূস সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার বৈদ্যধলডোব (বালুহাটা) গ্রামে ৭ ডিসেম্বর ১৯৮২ সনে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ইউনূস আলী, মাতা জামফুল বেগম। চার ভাই এক বোনের মধ্যে তিনি চতুর্থ। তিনি দাওরাতুল হাদিস (মাস্টার্স সমমান) ও আরবি সাহিত্যের উচ্চতর ক্লাস দাওরাতুল হক আদর্শ বহুমুখী মাদরাসা, শহরদিঘী, বগুড়া। লেখালেখির চর্চা ছাত্রজীবন থেকেই। প্রকাশিত গ্রন্থ (সম্মাদনা) ওলি হওয়ার পাথেয়। প্রকাশের পথে 'শান্তি দুঃখের শেষে ও মুক্তির সহজ উপায়'। সাবেক শিক্ষক আল-মাদরসাতুল ইসলামিয়া বাহরুল উলুম (সীমাবাড়ী), সীমাবাড়ী, শেরপুর, বগুড়া।

জামাল বিন ইউনূস এর সর্বশেষ লেখা

6 মন্তব্য