এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 21 অক্টোবর 2020 23:51

কবি ও কবিতা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কবি ও কবিতা

কবিতার কোন শিরোনাম 
দিতে পারিনি এখনো, 
বিশেষ কোন বিশেষণে 
ভূষিত করিনি;
পারিনি দিতে তাকে 
পদ ও পদবী। 
মুগ্ধ হয়ে কেবল দেখি তাকে, 
আঁকি তার জীবনের প্রকৃতি। 
প্রত্যহই প্রায় হেঁটে যায় সে
সম্মুখ পথে মরাল গমনে; 
আমি দেখে দেখে-লিখে লিখে, 
হয়ে যাচ্ছি নবীন কবি।
কবিতা তো চিনে না আমাকে, 
জানে না সে কতবেশি ভালবাসি তাকে আমি। 
হায় কবিতা!
আবেগের আধার কবিতা!
তুমি তো জানো না, 
জানে মাত্র সমগ্র পৃথিবীবাসী,
কবি ও কবিতার মাঝে 
নিভৃতে ঘটে চলে কত প্রেম, 
কত ভালবাসা-বাসি। 
________________
চেম্বার-২৪,০২,২০২০            
            
500 বার পড়া হয়েছে
শেয়ার করুন
প্রকাশ চন্দ্র

প্রকাশ চন্দ্র জন্ম ১৯৬২ ইং ৪ঠা ডিসেম্বর । নিজস্ব চেম্বার "হোমিও প্রাকটিস সেণ্টার" (প্রধান চিকিৎসক) পিতা মৃত যোগেন্দ্র নাথ রায় । মাতা মৃত শৈলেশ্বরী দেবী রায় । তিন ভাই ও দুই বোনের মধ্যে সর্ব কনিষ্ঠ। ১৯৮২ সালে রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডি.এইচ.এম.এস. ডিগ্রী অর্জন করেন । এক ছেলে, প্রেমপ্রদত্ত রায় এবং এক মেয়ে প্রীতিপ্রভা রায়। স্ত্রী চামেলী রাণী রায়, কিণ্ডারগার্ডেন স্কুলের টিচার ।

প্রকাশ চন্দ্র এর সর্বশেষ লেখা

3 মন্তব্য