এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 28 অক্টোবর 2020 23:26

তবুও কেন হে জীবন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                তবুও কেন হে জীবন

আমি ভুল ভাবনায় 
তোমাকে জড়াই,
ভুল কামনায় 
তোমাকে হারাই,
নও তো তুমি 
সাগর কিংবা নদী...
তবুও তোমার 
উথাল পাথাল ঢেউ, 
আঁকাবাঁকা গতি-
চলমান পথে আমার, 
বাড়ায় দুর্গতি।

আমি চাই,
সুখে সুখে আকাশের বুকে,
বেড়াই ঘুরে,
অযথাই তুমি টেনে নামাও
পাতালের গভীরে।

তোমার কোন ছায়া নেই,
কায়া নেই,
পাই'নি খুঁজে এ যাবত
কোন প্রকার খেই...

অচল অতল রহস্যে 
আবৃত তুমি,
তবুও কেন হে 
জীবন মহীয়সী...

তোমাকে ভালবাসি!
তোমাকেই ভালবাসি!
==============            
            
460 বার পড়া হয়েছে
শেয়ার করুন
প্রকাশ চন্দ্র

প্রকাশ চন্দ্র জন্ম ১৯৬২ ইং ৪ঠা ডিসেম্বর । নিজস্ব চেম্বার "হোমিও প্রাকটিস সেণ্টার" (প্রধান চিকিৎসক) পিতা মৃত যোগেন্দ্র নাথ রায় । মাতা মৃত শৈলেশ্বরী দেবী রায় । তিন ভাই ও দুই বোনের মধ্যে সর্ব কনিষ্ঠ। ১৯৮২ সালে রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডি.এইচ.এম.এস. ডিগ্রী অর্জন করেন । এক ছেলে, প্রেমপ্রদত্ত রায় এবং এক মেয়ে প্রীতিপ্রভা রায়। স্ত্রী চামেলী রাণী রায়, কিণ্ডারগার্ডেন স্কুলের টিচার ।

প্রকাশ চন্দ্র এর সর্বশেষ লেখা

2 মন্তব্য