এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 12 নভেম্বর 2020 06:25

হেমন্ত ছবি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                হেমন্ত ছবি আঁকা সবুজের বুকে,
এত শোভা আছে বলো কোন মুল্লুকে?
সাদাসাদা কাশবন,
লাগে বেশ ভরে মন।
পালতোলা নৌকায় মাঝি গান গায়,
সারাবেলা মাছ ধরে হাটে নিয়ে যায়।

ঝিরঝির বয়ে চলে মুক্ত বাতাস,
নীলরঙা শাড়ি পরে কখনো আকাশ।
ক্ষণেক্ষণে মেঘ বয়,
তারাদের সাথি হয়।
জোছনার রাতে চাঁদ ঝিকমিক করে,
পুষ্প-কাননে প্রাতে শেফালিরা ঝরে।            
            
473 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মাহতাব উদ্দিন

কবি মাহতাব উদ্দিন এম. এ ১৯৭৪ সালের ১৬ জানুয়ারি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন বেড়াইদেরচালা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অত্র গ্রামের ঐতিহ্যবাহী প্রধানবাড়ীর একজন সদস্য। তাঁর পিতা-মরহুম মৌলভী নূরুল ইসলাম এবং মাতা-আলহাজ্ব আনোয়ারা বেগম। ব্যক্তিগতজীবনে লেখক ২০০০ সালে পারভীন সুলতানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তিনি দুই কন্যা এবং একমাত্র পুত্রের গর্বিত জনক। কবির একমাত্র একক কাব্যগ্রন্থ " স্বপ্নের জানালায়"। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ হলো- স্বপ্নিল স্বপ্নতরী, কবিতার বারান্দায়, ঝরাফুলের গন্ধ, শতফুল, স্বাধীনতার পঙক্তিমালা, একুশ আমার অহংকার এবং বিজয়ের উল্লাস।

মাহতাব উদ্দিন এর সর্বশেষ লেখা

2 মন্তব্য