এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 05 মার্চ 2021 22:53

এসো হাসি ভালবাসি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                এসো হাসি ভালবাসি

এসো হাসি ভালবাসি
মা-মাটি-মানুষকে।

একুশের এই সুশীল সকালে
ভাষা শহীদদের রক্ত হাসে,
শিমুল পলাশ কৃষ্ণ চূড়ার 
ডালে ডালে। 

এসো সুখ খুঁজি মায়ের 
মুখের-মধুর ভাষাতে।

একুশের এই প্রীত প্রভাতে,
হাতে হাত রেখে,
দীপ্ত-শপথে এগিয়ে চলি-
শহীদদের রক্তে রাঙানো 
রাজপথে;
স্মরণে মননে সমৃদ্ধ করি
মিষ্টি-মধুর মাতৃভাষাকে।

এসো সবে একাত্ম হই
ষোলকোটী বাঙালী...
গল্প গানে ফোঁটাই
বর্ণমালার খই-অ আ ই ঈ।

এসো সকলে জাত ধর্ম ভুলে
একুশের এই প্রদীপ্ত সকালে,
প্রকৃত পরম বাঙালী হই।

এসো গাই একুশের গান,
আমার ভা'য়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি!

ছেলেহারা শত মায়ের
অশ্রুঝরা-এ ফেব্রুয়ারি...
আমি কি ভুলিতে পারি!            
            
530 বার পড়া হয়েছে
শেয়ার করুন
প্রকাশ চন্দ্র

প্রকাশ চন্দ্র জন্ম ১৯৬২ ইং ৪ঠা ডিসেম্বর । নিজস্ব চেম্বার "হোমিও প্রাকটিস সেণ্টার" (প্রধান চিকিৎসক) পিতা মৃত যোগেন্দ্র নাথ রায় । মাতা মৃত শৈলেশ্বরী দেবী রায় । তিন ভাই ও দুই বোনের মধ্যে সর্ব কনিষ্ঠ। ১৯৮২ সালে রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডি.এইচ.এম.এস. ডিগ্রী অর্জন করেন । এক ছেলে, প্রেমপ্রদত্ত রায় এবং এক মেয়ে প্রীতিপ্রভা রায়। স্ত্রী চামেলী রাণী রায়, কিণ্ডারগার্ডেন স্কুলের টিচার ।

প্রকাশ চন্দ্র এর সর্বশেষ লেখা