এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 25 আগষ্ট 2021 20:33

জীবন অঙ্ক নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                জীবন অঙ্ক 

জীবন অঙ্ক বড়ই জটিল শুধুই ভাঙ্গা গড়া 
শৈশবটা শুধুই যোগ কৈশোর গুণে ভরা। 
যৌবনটা সিঁড়ি ভাঙায় শুধুই ওপরে ওঠা 
পৌঢ়ত্বে সরলরেখায় কখনো সরু মোটা। 
বার্ধক্যে শুধুই ক্ষয় পড়ে থাকে ভাগশেষ
মৃত্যুটা তো রুট ওভার শূন্যটাই অবশেষ। 

জীবনের বাঁকে কখনো কখনো দিতে হয় দশমিক 
সব প্রশ্নের উত্তর মেলে না কিছুটা পৌনঃপুনিক। 

সব জীবনই বৃত্ত হয় না কিছু রয়ে যায় সরলরেখায় 
বীজগণিতের জটিল সূত্রও ত্রিকোণমিতির খাতায়। 

জীবন খাতার প্রতি পাতায় কতই না ক্যালকুলাস 
জীবন দেখতে উপপাদ্যের মতো, প্রমাণে পিথাগোরাস। 

জীবন যত এগিয়ে চলে কষি হাইট অ্যান্ড ডিস্টেন্স 
সব অঙ্কের মিল খুঁজতেই আমরা হোমো স্যাপিয়েন্স।            
            
358 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 30 আগষ্ট 2021 23:15
শেয়ার করুন
রমাকান্ত পাঁজা

রমাকান্ত পাঁজা, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার নবস্থা গ্রামের বাসিন্দা। পিতা জগন্নাথ পাঁজা ও মাতা বাসন্তী পাঁজা। ১৯৭৪ সালে ১৭ ই নভেম্বর নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম। গ্রামের স্কুলে পাঠ শেষে কারিগরি ঞ্জানের জন্য শহরে গমন। বর্তমানে গৃহশিক্ষকতার কাজে নিযুক্ত।

রমাকান্ত পাঁজা এর সর্বশেষ লেখা

1 মন্তব্য