এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 26 এপ্রিল 2015 04:14

কাছে নিও

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                একলা পথে হাটছি আমি
কে যেন কয় দুচোখ মেলো
বিকেল বেলার মধুর হাওয়া 
হঠাৎ যেন থেমে গেলো। 

কি হারানোর ব্যাথায় যেন
উঠলো কেঁপে হৃদয়-ভুমি
কে যেন ফের বললো এসে
নীরব স্বরে কাঁদছো তুমি।

একলা বসে কাঁদলে তুমি 
কিসের ব্যাথায় কেউ না জানে
তোমার চোখের একফোটা জল 
আমার মনে আঘাত হানে। 

আমায় তুমি ভুল বুঝেছ
নয়তো কেন এমন হলো!
আমার হৃদয়ে শুধুই তুমি
একটু দেখো,নয়ন খোলো। 

হৃদয় চোখে দেখো প্রিয় 
সব কিছুকেই দেখতে পাবে 
আমার হৃদয় দেখলে তোমার 
দুঃখ সকল ফুরিয়ে যাবে। 

তোমার যতো কষ্ট আছে
আমার কাছে পাঠিয়ে দিও
আমায় শুধু ভালোবেসে 
তোমার অনেক কাছে নিও।            
            
631 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

4 মন্তব্য