এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 01 আগষ্ট 2017 18:35

এক মেঘলা বিকেলের গল্প

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                এক মেঘলা বিকেলের গল্প
 - মণি জুয়েল(Moni Jewel)

আলতো বাতাসে দুলছে সজনে পাতাগুলো।
পাশের ছাদে খোলাচুলে পড়শি বৌ'টি
দুর থেকে ভেসে আসা গানের-
তালে কি যেন ভাবছেন!
বিকেলের ঘুম থেকে সদ্য জাগা পিঠের দাগ
রেলিংএ ভার দেওয়া বাহু, শুভ্র উদর,
খোলা চুল, আর তার গন্ধে-

আমি ভাসছি, ভেসেই যাচ্ছে-
ঘনমেঘ হয়ে জমে থাকা কথাগুলো।
গুমোট এক ভাবে, ভিজে যাচ্ছে চুলের ডগা।

ওহ্ বৃষ্টি ঝরে পড়ো না, ভিজে যাক না মাটি।
খুঁজে পাক সুর জমে থাকা কথা'রা।
ভাসছে, শুধু'ই ভেসে' যাচ্ছে...
/
দাও না উড়তে খোলো চুল,
ঝরে পড়ুক সকল হলদে পাতাগুলো,
ভিজতে দাও ছন্দময় বৃষ্টির বিন্দুতে বিন্দুতে!
হয়েই যাক না পরকীয়া-
কাব্য-কথা আর রিমঝিম সুরে।
দেখতে পাচ্ছি চুইয়ে পড়া পিঠের ঘামে
মাঝে মাঝে খেলে যাচ্ছে জীবনের ঝলকানি।

****01.08.2017-ধুলিয়ান-05:30PM****            
            
782 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

মণি জুয়েল এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা