এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 11 মার্চ 2021 10:59

গুরু ধর'রে মন

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                গুরু ধর'রে মন


ও-ই খানেই সাধন 
ও-ই খানেই ভজন
ও-ই খানেই ফলন
ও-ই খানেই মরণ! 

ও-ই খানেই শাসন
সে-ই পারের ধন 
তাই কৃষ্ণ ধরে চরণ 
কেমনে করি যতন! 

হারায়ে সব ধন
ভাবছি বসে এখন
পারে যাবো যখন 
পাবো কি আস্থাভাজন! 

চিনলি না রে মন
ভবে সে কি ধন 
গেলো জীবন যৌবন
হইলো না সাধন ভজন! 

গুরু ধর'রে মন
সরল দেশে চল এখন
যে করেছে জগৎ সৃজন
তার দিকে কর গমন।            
            
540 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

ফিরোজ মাহমুদ রনি এর সর্বশেষ লেখা