এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 01 জুন 2015 09:18

পাশ্চাত্য দর্শন এর কথা

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                পাশ্চাত্য দর্শন যে
বস্তুবাদী দর্শন, এই
কথাটাই ভুল।

আজকের
পাশ্চাত্য দেশগুলি যে
বস্তুবাদের মোহে পড়েই
অমন আত্মনাশের পথে
এগিয়ে চলেছে, সে-কথাটা
আরো বেশি ভুল।


আত্মনাশের আয়োজন যে
নেই তা নয় : পৃথিবীর বুক
থেকে একটা মহাযুদ্ধের
ক্ষত শুকোতে না শুকোতে
শোনা যায় আর একটা
মহাযুদ্ধের দামামা বেজে
উঠছে।

 কিন্তু তার সঙ্গে
বস্তুবাদী দর্শনের
সম্পর্কটা কী রকম?

ঐকান্তিক বিরোধের
সম্পর্কই।

 কেননা আজকের
দিনে যাঁরা সত্যিই এই
মৃত্যুর মহাযজ্ঞের বড়ো
বড়ো যজমান তাঁদের কাছে
বস্তুবাদ দর্শনই বিরাট
বিভীষিকার মতো।

তাই
তাঁদের মুখপাত্ররা
বস্তুবাদকে হাজারবার
খণ্ডন করেও স্বস্তি পান
না, আবার নতুন করে খণ্ডন
করবার জন্যে উদ্বগ্রীব
হয়ে
ওঠেন।

 এবং বস্তুবাদকে
খণ্ডন করে আধ্যাত্মবাদী
আর ভাববাদী মতবাদকে
রকমারি মুখোশ পরিয়ে
রকমারি উপায়ে প্রচার
করতেই তাঁরা আজ ব্যস্ত।            
            
916 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 01 জুন 2015 09:24
শেয়ার করুন
সীমান্ত মুরাদ

একাকিত্বের সাথে পথ চলছি ধূসর দ্বীপের আরছায়ার আবডালে ৷

সীমান্ত মুরাদ এর সর্বশেষ লেখা

1 মন্তব্য