এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 28 সেপ্টেম্বর 2015 22:35

বিদায় পাখি।

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                জীবনের প্রয়োজনে দিগন্তের প্রাণ পথে চলিতে দেখিয়া ছিলাম মনোমুগ্ধকর এক পাখি।ওসে মোর প্রাণভর তৃপ্তি দু`নয়নের।প্রাণঘরে গড়িয়া ছিলাম এক পৃন্জর,সে পাখিরে রাখিতে ধরে।
এখনো পাখির সুখের লাগি সর্বখানে ছুটে চলি আপন সব ছাড়ি।দেখি পাখি উড়াল মেরে বসিল এক কাঁটা যুক্ত বৃক্ষের শীর্ষে,যেথায় ওঠতে মানবের প্রাণ যায় যায়।হয়ত মরণ না হয় পাখিরে করিব বরণ মানিয়ে ওঠি বৃক্ষের সর্ব উঁচ্চে প্রায়।আমারি ঠের পেলে পাখি উড়াল দিল মুক্ত আকাশে ভিন্ন বনের দিক।পাখি নাই,কি উপায় কঠিন বৃক্ষ হতে নিম্নে গমনের!শত চেষ্টায় কভুও কেহ ব্যার্থ নাহি হয়,আছি আমিও সে চেষ্টায়।

এই ভুবনে একবারেই এসেছি,আর আসারো এবং চাওয়া পাওয়ার কোন সুযোগ নাই।বিদায় পাখিরে,দেখি নিছে গিয়ে কি পাই।            
            
943 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য