এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 17 অক্টোবর 2015 13:36

সুযোগের মাঝি।

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                সৃষ্টিকর্তা তাঁহার ধারাবাহিক ক্রিয়া সম্পাদনে রাখিয়া ছিলেন মোদের রূহ,রূহের জগতে।আগে কেহ কেউ বা পরে,প্রয়োজনে প্রেরণ করিলেন এই দুনিয়ার জগতে।আগে যাঁহার আগমণ হয় সে বড়/শ্রদ্ধেয়,পরে যার সে ছোট পৃথিবীর বুকে।সেই মহান সৃষ্টিকর্তার কি ধারুণ দান,সমবয়সি বন্ধু হয় অন্তরঙ্গ যেন আপন দেহ,মনও প্রাণ।
কখনো আবার এমনো হয়,বড় কিংবা ছোট একে অপরের সাথে বন্ধুর ন্যায় আচার-আচরণ।
জীবনে জীবিকার তাগিদে কর্মের তরে যখন ছুটিতাম গ্রামে,সে সময়ে বহুজনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।

একদা পথ চলিতে দেখা হয় এমনি একজন বিশিষ্ট শিক্ষানুরাগী মৌলভী,যিনি বয়সে আমার চেয়েও দ্বিগুণ ঊর্ধে।
চাদর গাঁয়ে তাঁহার,ধুমপানে বসাছিল তাঁহারি বসতির আঙ্গিনার কোণে ক্ষুদ্র বাঁশবনে।
এমনি ক্ষণে তাঁহারে জিঙ্গাসিলাম,মৌলভী ভাই বসতি খুঁড়োঘর পরিবর্তন করিবেন কবে!!!?
উত্তরে ফতোয়ার ভঙ্গিতে বলিলেন মৌলভী-মোদের শান্তির ধর্মে দালান বাড়ী বানাতে নাই,দেখিলাম কিতাব খুলিয়া মন্জিলের অধ্যায়।
আশ্চার্য হয়ে বলিলাম,আসলে কি তাই!!মৌলভী কহে,হ্যাঁ-হ্যাঁ সত্য বাণীই প্রচার করিলাম তোমারি সনে।
মৌলভীর বাণী শুনিয়া নিরবে বিন্য সুরে আলাপ শেষে নিজের পথে নিজে চলিলাম।

দু`সাল পর দেখিলাম মৌলভীর ঝিকঝাক দালান বাড়ী তৈরিতে ব্যস্ত সময় পার।
সুযোগ পেয়ে বলিলাম মৌলভীরে,মৌলভী ভাই দু`সাল পূর্বে আমাকে কহিয়া ছিলেন খড়ের চাউনি,শান্তির ধর্মের মূল রওসনী-এখন কি হল বলেনতো শুনি!!!
জবাবে মৌলভী সাহেব মুচকি হাঁসিতে বলিলেন-দালান বাড়ী আমি তৈরি করিতেছি না,করিতেছেন পুত্রগণ তাহাদের লাগি,যুগ পাল্টিয়েছে তো তাই।

তখন হতে বুঝিতে পারিলাম এযুগের মানব সমান তিনে তিনে ছয়,গুণ করিলে নয়।            
            
915 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 18 অক্টোবর 2015 23:00
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য