এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 09 ফেব্রুয়ারী 2015 18:51

সন্দেহ।

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                

........সন্দেহ।

মানুষ জীবন চলার পথে পরস্পরের সাথে বন্দুত্ব হয়।
আর কেউ হয় দুশমন।আবার কেউ এমনও হয়,বন্দু হতে চাওয়া ব্যক্তিকে শত্রু ভেবে নেয়।

অপ্রকাশ্যে কেউ কারো ক্ষতি করলে প্রধানত শত্রু বা দুশমনকেই সন্দেহ করে।এটাই স্বাভাবিক।

তবে ভেবে দেখার বিষয় যে,আপন বন্দুরাই তো ক্ষতি করতে পারে।যারা সন্দেহের বাহিরে রয়ে যায়।

কোন এক ভদ্র লোক তাঁর বন্দুর সাথে বসে কথা_বার্তা,নাস্তা_পানি সহ সব করল।তাঁহার অজানতে অপ্রকাশিত দুশমনটি (বন্দুর ভেঁস ধারী) ভদ্র লোকটির পেচনে শার্টের সাথে কাগজে লেখা একটি সাইন বোর্ড লাগিয়ে দিল।
যেখানে লেখা আছে,

**আমি চুর,
আমাকে ধর.
উত্তম মধ্যম প্রয়োগ কর।**

ভদ্র লোকটি যেখানেই যাই,লোক জন তাকে দেখে হাঁসে।
অবশেষে ভদ্র লোক বুঝিতে সক্ষম হল,তাঁহার পেচনে সাইন বোর্ড লাগানো।
ভদ্র লোকটি এবার,তাঁহার শত্রু বা দুশমনদের কে সন্দেহ করে।

প্রকৃত অপরাধি ভদ্র লোকটির সাথে ভাল সম্পর্কে বজায় রেখেই চলে।আর বলে,এই কাজ তোমার শত্রু বা দুশমন ছাড়া আর কেউ করতে পারে না।
এই জন্য ভদ্র লোক আপন হতে চাওয়া হৃদয়বান ব্যক্তিকে সন্দেহ করেই যায়।

বিঃদ্রা:-উপরোক্ত আচরণ আমাকে নিয়ে,করে আমার আপন জন।
"যতই অন্তরঙ্গ বন্দু হতে চাই,
ততই পর ভেবে শত্রু ভেবে দূরে সরে রয়।

জামশেদ(বদরী).

1283 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা