এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 04 ডিসেম্বর 2015 15:31

দুষ্ট ময়না

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                অনেক সাধের ময়না আমার
গেছে পিঞ্জর ভেংগে
ময়নার শুকে এখন আমি
কাঁদছি বসে বসে।

কেমন করে ময়নারে তুই
গেলে আমায় ছেড়ে
একটুও কি আমার কথা
পড়লোনা তোর মনে।

মনে পড়ে ময়না তোকে
আনলাম যখন ঘরে
বুঝতে না কোন কিছু
থাকতে নিরব হয়ে।

কত আদর সোহাগ দিয়ে
রাখলাম বুকের মাঝে
নতুন জীবন দিলাম তোরে
দিলাম স্বপ্নে ভরে।

স্বর্গ সুখে রাখবো বলে 
একদিন হলাম পরবাসি
অনেক সুখের জীবন আমার
কষ্টে দিলাম ভাসি।

বছর ছয়েক কাটলো যখন
প্রবাস জীবন আমার
একদিন শুনলাম ময়না চোখে
স্বপ্ন শত হাজার।

উড়ু কথা হয়নি বিশ্বাস
ভাবলাম সবি মিছে
ময়না আমার শুধু আমার
থাকবে জনম ভরে।

আসলাম যখন সুখের আশে
আবার ময়নার কাছে
সত্যি দেখি ময়না আমার
অনেক বদলে গেছে।

যতো ডাকি ময়না বলে
আসতে আমার কাছে 
দূরে দূরে থাকে সে
আমার বুকটা ছেড়ে।

হঠাৎ একদিন দেখি আমি
ময়না ঘরে নাই
উড়ে গেছে অন্যে বনে
নিস্ব করে আমায়।

আবিদ এখন সব হারাইয়া
পথে পথে ঘুরে
দুষ্ট ময়না দিল তার
স্বপ্ন ভেংগে চুড়ে।            
            
980 বার পড়া হয়েছে
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

3 মন্তব্য