এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 12 ডিসেম্বর 2015 20:44

ময়নার বিয়ে

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কালকে ময়নার বিয়ে হবে
সাঁজবে নতুন সাঁজে
বর আসবে পালকি নিয়ে
ময়না যাবে চলে।

বাবা-মায়ের বুকের ধন
যাবে পিঞ্জর ভেংগে
সেই শোকে বাবা-মায়ে
কান্দে বসে-বসে।

পাড়া-পড়শী আসলো সবাই
দেখতে ময়নার মুখ
কানে কানে কেউবা বলে
ভাগ্যে আছে সুখ।

শুভ দিনের শুভ ক্ষণে
ফুঁটলো বিয়ের ফুল
ময়না গেলো বধু বেশে
ভাংগলো সবার বুক।

ছোট্ট ময়না ভয়ে কাঁপে
ফুল শয্যার রাতে
স্বামী তার নেশার ঘোরে
শুধু প্রলাপ বকে।

ভোর হলো ফুটলো আলো
হাসলো সারা ভূবন
ময়না শুধু কান্দে বসে
কেনো হলো এমন।

দিন আসে দিন যায়
সব কিছু বদলায়
ময়নার মনের সুখ পাখিটা
দুর বনে পালায়।

স্বামী চায় নেশার টাকা
শ্বশুর-শ্বাশুড়ী বকে
দিনে দিনে ময়নার মন
বিষে গেলো ভরে।

একদিন ময়না মনের দুখে
ঘরের বাহির হলো
সেই থেকে  ময়নার খুঁজ
আর না কেউ পেলো।

মানুষ রুপে কিছু দানব
আছে এই  সমাজে
তাদের জন্যই যুগে যুগে
ময়নারা যায় হারিয়ে।            
            
743 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 13 ডিসেম্বর 2015 09:05
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

1 মন্তব্য