শুক্রবার, 18 ডিসেম্বর 2015 22:19

চাঁদের বুড়ি

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                চাঁদের বুড়ি চাঁদে বসে
বানায় তাঁতের শাড়ি
সেই শাড়িটা মায়ের জন্য
খোকন আনবে বাড়ি।

চাঁদের হাটে এসে খোকন
চাঁদের বুড়ি খুজে
মায়ের জন্য তাঁতের শাড়ী
নিতে হবে বুঝে।

সন্ধ্যা বেলা মলিন মুখে 
ফিরলো খোকন ঘরে
মা বললো লক্ষী সোনা
কিনে দিস পরে।

খোকন বললো দেখো মা
একদিন বড় হয়ে
তোমার জন্য তাতেঁর শাড়ী
আনবো আমি বয়ে।            
            
956 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 21 ডিসেম্বর 2015 09:50
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

3 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.