এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 22 ফেব্রুয়ারী 2015 21:57

টোকাই নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                টোকাই ছেলে কবি হলে
দোষ কি বলো তাতে,
না থাক কাধে ঝুলন্ত ব্যাগ
বস্তা আছে হাতে।

টোকাই ছেলে কষ্ট পেলে
মাথায় রাখে হাত,
এক এক করে তারা গোণে
দেয় কাটিয়ে রাত।

টোকাই ছেলের বিরাট বাড়ি
আকাশ ঘরের ছাদ,
ঘরে জ্বলে লক্ষ তারা
আলো ঝড়ায় চাঁদ।
1261 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 22 আগষ্ট 2020 17:50
শেয়ার করুন
রুবেল মাহমুদ

ছড়াকার রুবেল মাহমুদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পটকা গ্রামে ১১ মে ১৯৮৯ ইং সালে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তাঁর লেখালেখিতে হাতে খড়ি। তাঁর ইতোপূর্বে প্রকাশিত বইয়ের মধ্যে “অচিন কবির কাব্য কানন”, “স্বপ্নের আকাশে বেদনার মেঘ” প্রকাশিত হয়েছে। প্রকাশের অপেক্ষায় আরও তিনটি বই।

রুবেল মাহমুদ এর সর্বশেষ লেখা

5 মন্তব্য