বুধবার, 14 মার্চ 2018 22:23

স্বাধীনতার_গল্প

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                স্বাধীনতার_গল্প
            মোঃ মোশাররফ হোসেন

বই পড়েছি, শিখেছি কত শব্দ
মায়ের মুখে শুনছি অনেক গল্প,
পাক-বাহিনর নাম শুনেছি
শুনেছি কি ছিল তাদের নির্মম কান্ড।

আরও একটা গল্প শুনেছি
বাংলা মায়ের সেনা ছিল অল্প,
যাদের বুক ভরা সাহস ছিল
ভয় কখনও করনি তাদের জব্দ।

পাক-হানাদার এসেছিল চড়ে
বীর বাঙালী জবাব দিছে কষে,
একটু গো হয়নি ভুল
লক্ষ্যে গেছে ঠিক পৌঁছে।

আপনা মাঝে শত্রু ছিল
স্বার্থ লোভে বিভোর হয়ে,
পাক-বাহিনীর দালাল তারা
বুঝেনি আপন মায়ের কষ্ট-ব্যথা।

দেশ প্রেমী মুক্তিবাহিনী 
রক্ত দিয়ে কিনল স্বাধীনতা,
দালাল গুলো ছাড়েনি সেই পেশা
সুযোগ পেলেই জুড়ে আপন স্বার্থচিন্তা।

বাংলা মায়ের কন্ঠে আজও শুনি
সোনার বাংলা গান,জয় বাংলার,
শুনি ও ভাই সেই ৭ই মার্চ এর
স্বাধীনতার জ্বালাময়ী আহ্বান।            
            
556 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ মোশাররফ হোসেন

আমার নাম মোঃ মোশাররফ হোসেন।পিতার নাম আঃ মান্নান বেপারী মাতার নাম মজিদা বেগম। ২৫ ডিসেম্বর শরিয়তপুর জেলার জাজিরা থানাধীন বি কে নগর কাজী কান্দি মাতুল আলয় জন্ম গ্রহন করি।পৈত্রিক নিবাস একই থানার পূর্ব নাওডোবা মঙ্গল খার কান্দি।ভাইবোনের মধ্যে আমি দ্বিতীয়। এলাকার চরখাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনি পাশ করি।পরে পূ্র্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয় ভর্তি হলেও বি কে নগর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে জে এস সি এবং পূ্র্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়ে এস এস সি পাশ করি।বর্তমান ঢাকায় জিনজিরা পি. এম. পাইলট স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষে। পারিবারিক ও অন্যান্য কারনে পড়ালেখা বাঁধা প্রাপ্ত হয়।নিজ চেষ্টায় পড়ালেখা চালিয়ে যাওয়ায় পড়ালেখার গতি ধীরস্থির।এছাড়াও আমার এখন বেশি পড়তে ভাল লাগে না।তবে সাহিত্য: জীবন কাহিনী,গল্প, উপন্যাস, ছোট গল্প, স্মৃতিচারন মুলক ও স্বাবলম্বী ভাষায় লেখা বই পড়তে বেশ ভাল লাগে।আমার স্বপ্ন ছিল অনেক কিন্তু সৃষ্টি প্রদত্ত কিছু গুন ও পারিপার্শ্বিক কারনে সবার সব সম্ভব হয় না।এখন আমার স্বপ্ন সাংবাদিক হবো এবং পাশাপাশি লেখক।ছোটবেলা চাচাতো ভাইয়ের মুখে তার বন্ধুর ডাইরি ভর্তি লেখার গল্প শুনি আর স্বপ্ন দেখি আমিও লিখব।সেই স্বপ্ন থেকেই আমার কলম গতিশীল। তাছাড়া আমার লেখনির পিছনে আরো একজনের কথা না বললেই নয়, সে হলো আমার আপন বন্ধু, বন্ধু সুলভ বোন মোসাঃ রুমা আক্তার।যার উত্সাহ আমার শক্তি হিসেবে কাজ করে। মা-বাবা, বড় ভাইয়ের ভালবাসাই আমার জীবনের সম্পদ।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.