এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 29 আগষ্ট 2020 08:55

শরতের সকাল নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                দৈনিক প্রতিদিনের সংবাদ(খেয়ালখুশি)তে ২৯/৮/২০ইং প্রকাশিত

শরতের সকাল

আবু সাইদ

সোনা রঙের সুয্যি কিরণ
সবুজ পাতার ফাঁকে, 
বিহান বেলার পাংশু আলোর
ময়লাটাকে ছাঁকে।

সুবাস মাখা শেফালিকা
ভেজা গায়ে হাসে,
শ্যাম গালিচায় মাথা দোলায়
সাদা সাদা কাশে।

নীল গগনে লেপ্টে আছে
পেঁজামেঘের ভেলা,
লাউয়ের কচি ডগা করে
বায়ুর সাথে খেলা।

নানান সুরের গানের পাখি
সুরে সুরে ডাকে,
সাঁতার কাটে শুশুকগুলো
নদীর বাঁকে বাঁকে।

এই প্রকৃতি সকালটাকে
সাজিয়েছে ঢেলে,
সত্যি তুমি দেখতে পাবে
আমার গাঁয়ে এলে।            
            
523 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা