মঙ্গলবার, 01 সেপ্টেম্বর 2020 13:00

বৈরি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কোথায় তোমার সবুজ আঁচল বনের সীমারেখা,
উঁচু পাহাড় সমান হল এমনতর দেখা।
বৃষ্টিধারার প্রবল তোড়ে পাহাড় গেল ধসে,
পল্লবিত বৃক্ষশাখা থেকে পাতা খসে।

দাবানলে বনবনানি হচ্ছে পুড়ে ছাই,
সবুজ যখন হারিয়ে গেছে কোথায় তাকে পাই?
আকাশ হল তামাবরণ মাটি পুড়ে খাঁক্
পাখির দলে থাকছে শুধু ধূসর পাতিকাক।

শহরগুলো মলিন হল ডাঁই জমানো বর্জে,
নদীর ছোবল টেনে নিল অযুত লোকের ঘর যে।
সকল কিছুই ধসিয়ে দিতে আজ পরিবেশ তৈরি,
সময় এখন প্রতিকূল এবং ভীষণ বৈরি।            
            
403 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আলী ইমাম

আলী ইমাম (জন্ম: ৩১ ডিসেম্বর, ১৯৫০) বাংলাদেশী শিশু সাহিত্যিক এবং অডিও ভিজ্যুয়াল ব্যবস্থাপক। গল্প, উপন্যাস, প্রবন্ধ, ফিচার, ভ্রমণকাহিনী, বিজ্ঞান কল্পকাহিনী সবই তিনি লিখেছেন বাচ্চাদের জন্য। আলী ইমামের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। জন্মের ৬ মাস পরই পুরো পরিবারসহ ঢাকায় প্রত্যাবর্তন করেন। পুরো পরিবারসহ থাকতেন পুরান ঢাকার ঠাটারীবাজারে। তার শৈশব-কৈশোর কেটেছে পুরান ঢাকার ওয়ারী, লিঙ্কন রোড, নয়াবাজার, নওয়াবপুর, কাপ্তানবাজার, ফুলবাড়িয়ায় এলাকায়। আলী ইমাম এ পর্যন্ত প্রায় ২০০টির মতো পুস্তক রচনা করেছেন ও ৪০টির মতো গ্রন্থ রচনা করেছেন।শিশু মনস্তত্ত্ব, রোমাঞ্চ এবং মানবতা ধরনের বিষয় তার কাহিনীতে উঠে এসেছে।তিনি সহজ সরল ভাষায় লিখেন। তার লেখায় বৈজ্ঞানিক কল্পকাহিনী, রোমাঞ্চকর উপন্যাস ও ইতিহাস সংশ্লিষ্ট রচনা লক্ষণীয়। আলী ইমাম বাংলাদেশ টেলিভিশনের মহা-ব্যবস্থাপক ছিলেন এবং ২০০৬ সালে চাকুরী থেকে অবসরগ্রহণ করেন। তারপর তিনি স্যার সাঈদ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হন কম্পিউটার প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি নেওয়ার জন্য। ২০১০ সালে তিনি তার শিক্ষা সমাপ্ত করেন এবং জনসেবামূলক নিজের প্রতিষ্ঠান খুলে বসেন।তিনি একে বলেন বযিমস। এছাড়াও তিনি অনেক ব্লগের লেখক।

আলী ইমাম এর সর্বশেষ লেখা

এই বিভাগে আরো: « হ-য-ব-র-ল হিরে কুচি »

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক tyTzgg মঙ্গলবার, 01 আগষ্ট 2023 08:15 লিখেছেন tyTzgg

    order cialis online Furthermore, a dose of 6 g of green tea per day given to prostate cancer patients led to varying degrees of collateral cytotoxicity 71

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.