~~খোকার আবদার~~ খোকা আমার রাগ করেছে খেলনা লাগবে তার, খেতে কিছু চায় না যে সে মুখ করেছে ভার। খোকা আমার নয়ন মণি খোকা মানিক রতন, করবো কী আর খোকার আবদার করতে হবে পূরণ। হাটে গিয়ে খেলনা কিনে বাড়ি এলাম ফিরে, খোকা আমার খায়নি কিছু আছে চুপটি করে। খেলনা পেয়ে খোকা আমার ভারি খুশি হলো, বড় হয়ে আমার খোকা মানুষ হবে ভালো। ***^^^^^^*****

মো.শামীম হোসেন
মো.শামীম হোসেন ১৯৯৮ খ্রিস্টাব্দের ১৭ই নভেম্বর পঞ্চগড় জেলার সদর উপজেলার মাহান পাড়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো.হাফিজুল ইসলাম এবং মাতা মোছা.শরিফা বেগম। তাঁরা তিন ভাই এবং তিনি সকলের বড়। তিনি দেওয়ান হাট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক পরীক্ষায় জি.পি.এ.৫ পেয়ে উত্তীর্ণ হন এবং পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ থেকে ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে পাশ করেন।শৈশবকাল থেকে সাহিত্য ও সঙ্গীতের প্রতি গভীর অনুরাগের কারণে তিনি সাহিত্য রচনা শুরু করেন। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ-এর সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন "স্পন্দন" নাট্য ও সাংস্কৃতিক সংগঠন এর সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তাঁর উল্লেখযোগ্য ছড়া ও কবিতার মধ্যে রয়েছে খোকার আবদার, হ-য-ব-র-ল, ধর্মের মিলন, কাম-মুক্তি, অনন্ত প্রেম, সুখের খোঁজে, বাংলার মুজিব, জীবনের গান ইত্যাদি। কারমাইকেল কলেজ কর্তৃক আয়োজিত 'সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ' এ সাহিত্যালোচনা প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে তিনি কারমাইকেল কলেজ, রংপুর-এ বি.এ.(সম্মান), বাংলা বিভাগে অধ্যয়নরত।
মো.শামীম হোসেন এর সর্বশেষ লেখা
5 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
বৃহষ্পতিবার, 20 জুলাই 2023 08:30 লিখেছেন YLCxGlWSt
finasterid Here is the some steps to help you to save money on Glosix purchase
- মন্তব্যের লিঙ্ক
বৃহষ্পতিবার, 03 সেপ্টেম্বর 2020 07:28 লিখেছেন মোঃ মশিয়ার রহমান (মশি)
অসাধারণ লিখনী প্রিয়। শুভ কামনা নিরন্তর।
- মন্তব্যের লিঙ্ক
বুধবার, 02 সেপ্টেম্বর 2020 10:42 লিখেছেন ফিরোজ মাহমুদ রনি
চমৎকার লেখনী কবি
- মন্তব্যের লিঙ্ক
বুধবার, 02 সেপ্টেম্বর 2020 08:53 লিখেছেন নাজমুল কবির
অসাধারণ একটা ছড়া কবিতা পড়লাম।
- মন্তব্যের লিঙ্ক
বুধবার, 02 সেপ্টেম্বর 2020 00:50 লিখেছেন ইদি আমিন
অপূর্ব
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.