রবিবার, 13 সেপ্টেম্বর 2020 02:01

ভিতর ঘর নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ভিতর ঘর

সোনার রথে
   বাঁকা পথে
       তোর মতে
           আমি নাই৷
মায়া মুখে
   কালো বুকে
       দ্বেষ  জুঁকে
            আছো রাই৷
পেলে লাভ
   সাধু ভাব
        রঙ্গ খাব
             টুকি মাথা৷
অাসল কথা
    বলি যথা
         শিষ্ট প্রথা
             ছেঁড়া কাঁথা৷      
মাল আছে
    টাল পাছে
        নিত্য নাচে
             কেমন ভাই?
নিন্দুক দল
   করে ছল
        ভাঙ্গে বল
             দেখেন সাঁই৷
ভালে যাহা
   পাবি তাহা
        বলি কাহা
             ছবর কর৷
আঁখি মুঁজে
    দেখ খুঁজে
         ভরা পুঁজে
             ভিতর ঘর৷
[]____π[]π____π[]π____[] 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°            
            
520 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 13 সেপ্টেম্বর 2020 10:39
শেয়ার করুন
এম.এ. কাইয়ুম

এম.এ. কাইয়ুম ১৯৭২ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ৩নং মিরপুর ইউনিয়নের হাছন ফাতেমাপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম রাশিদ আলী ও মাতা মরহুমা সোনাবান বিবি৷ তাঁর প্রকাশিত বই প্রায় সাতটি (১) হৃদয়ে রাখিবো ডোর (২) অম্লান মুজিব (৩) যেওনা দক্ষিণা দ্বারে ইত্যাদি৷ তিনি পাঠক মহলে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন।

এই বিভাগে আরো: « ইটের বালিশ বলতে হবে »

4 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.