এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 26 সেপ্টেম্বর 2020 14:09

উচিত কথা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                উচিত কথা 

আঁধার রাতে চলতে পথে 
   ভীষণ লাগে ভয়,
নীতির কথা শুনলে যথা 
   বন্ধু ভালো নয়।

উচিত কথা শুনলে তথা 
   হিংসা জাগে ভাই,  
নিন্দা লোকে নিন্দা ঘেঁষে 
   জীবন করে ছাই।

অন্ধকারে হাঁটতে গেলে
   হোঁচট খেতে হয়,
সত্য মালা থাকলে গলে
   নীতির হবে জয়।

ধরার মাঝে শত্রু বেশি 
   বন্ধু করে ছল,
বন্ধু হয়ে বন্ধু মারে
   নিঠুর ওরা দল।

আঁধার ঠেলে দৃষ্টি মেলে
   শক্ত করে মন,
সঠিক পথে চলতে গেলে 
   আসবে বাঁধা ক্ষণ।
   =============            
            
523 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 26 সেপ্টেম্বর 2020 19:38
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

4 মন্তব্য