এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 26 সেপ্টেম্বর 2020 21:27

শাপলা ফুলের সাজ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                শাপলা ফুলের সাজ

বর্ষাকালে বিলে ঝিলে
  ফোঁটে শাপলা ফুল,
খুকু বানায় গলার মালা
  আরো কানের দুল। 

খোকাবাবু খুশি মনে 
  বানিয়ে মাথার তাজ,
রাজার মতো ভঙ্গি করে 
  সেজে রাজার সাজ।

তাই দেখে বুড়ো দাদু 
  ফোকলা দাঁতে হাসে,
হাসি দেখে খোকা খুকু 
  খুশির বানে ভাসে।
  ============            
            
507 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 27 সেপ্টেম্বর 2020 10:18
শেয়ার করুন
মাহমুদুল হাসান সোহাগ

মাহমুদুল হাসান সোহাগ ।তিনি ৪ই মে ১৯৮৮ সালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চরপুখরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।বাবা মায়ের অতি আদরের সন্তান মাহমুদুল হাসান সোহাগের গ্রামের পাঠশালাতেই শিক্ষা জীবনের হাতেখড়ি হয়।এরপর তিনি আলোকদিয়া পুখরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং আলোকদিয়া অমরেশ বসু মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। ছোট বেলা থেকেই তিনি লেখালেখি পছন্দ করতেন।যার সুবাদে তিনি এখনও কর্মজীবনের অবসরে লেখালেখি চালিয়ে যাচ্ছন।তাঁহার লেখা অনেক কবিতা ও ছড়া বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

মাহমুদুল হাসান সোহাগ এর সর্বশেষ লেখা

7 মন্তব্য