এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 27 সেপ্টেম্বর 2020 16:44

জীবন হলো সীসা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                জীবন হলো সীসা

দুঃখের মাঝে লেনাদেনা 
   সুখ পাবার ঐ আশে,
সুখের পরশ যায় না ধরা
   দুঃখগুলো হাসে।

জীবন যৌবন সবই গেলো
   পাইনি সুখের দেখা,
ভাগ্যে জানি মাওলা আমার
   লিখছে কিসের রেখা।

আশার ঘরে বাজাই বাঁশি 
   রাত্রি ঘুমের ঘরে,
 গভীর রাতে দুঃখ গ্লানি 
   আঁকড়িয়ে মন ধরে। 

ধরার বুকে যাচ্ছে ক্ষয়ে
  সোনার জীবন তরী,
ভাঙ্গা নায়ে পাল উড়িয়ে 
  আর কতকাল ছড়ি। 

ধুঁকে ধুঁকে যায় গড়িয়ে 
   শূন্য যতই দিশা,
দুঃখ ব্যথায় কাতর হয়ে
   জীবন হলো সীসা।
================
স্বরবৃত্ত ছন্দে ৪+৪+৪+২            
            
498 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 27 সেপ্টেম্বর 2020 18:00
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য