এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 28 অক্টোবর 2020 01:32

মাফ করে দাও প্রভু নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মাফ করে দাও প্রভু
মোঃ বাবুল 

জগত জুড়ে প্রভুর লীলা 
তুমি সবার বড়ো জ্ঞান, 
ধরার বুকে হেলায় হেলায়
বসাইতে পারিনা ধ্যান।

প্রভুর কৃপায় বাঁচি ধরায়
গাইনা প্রভু তোমার গান,
অন্ধ হয়ে গেছি ভুলে
প্রভুর সকল অবদান।

পাহাড়-পর্বত নদীনালা 
বৃক্ষ সবুজ মধু ফুল,
চন্দ্র শোভা সূর্য তারায় 
সাজিয়েছো ধরার কূল।

তোমার কুদরত জগত জুড়ে
বিন্দু খানি নাই মনে, 
ভবের ঘরে মাওলা তুমি
রাখছো সুখে ধন্ জনে।

তুমি আল্লাহ ন্যায় বিচারক 
কর্ম দোষে যাই মরে,
দয়াল নামের চাদর দিয়ে
মাফ করে দাও এই ঘরে।

স্বরবৃত্ত---৪+৪+৪+৩            
            
590 বার পড়া হয়েছে
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

5 মন্তব্য