এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 29 অক্টোবর 2020 12:06

শূন্য প্রেমের নীড় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                শূন্য প্রেমের নীড়

সখীর প্রেমে স্বপ্ন রঙিন 
     চিত্তে নিরবধি, 
কিসের তরে যাচ্ছো দূরে
     একটু বলতে যদি।

তোমায় নিয়ে হৃদ মাঝারে
     স্বপ্ন রঙিন আশা,
কিসের ছলে ভাবনা ভুলে
     ভাঙ্গলে প্রেমের বাসা।

তোমার আশে দিন-রজনী 
     শূন্য প্রেমের নীড়ে, 
প্রেম অনলে মারলে ঠেলা 
     প্রেম বিষাদের তীরে। 

আশার প্রদীপ সাজাই যতো
     স্বর্গ সুখের গতি,
সখী তোমার ভালোবাসায়
     ভেঙ্গে দিলে মতি।

প্রেমের ছলে নয়ন জ্বলে
     রোজ নিশিতে কাঁদি,
প্রদীপ হারা হয়ে আজো
     সখীর স্বপন বাঁধি।
    =============
    স্বরবৃত্ত--৪+৪+৪২            
            
466 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 30 অক্টোবর 2020 18:03
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য