এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 14 নভেম্বর 2020 17:44

তৌহিদেরা নাও তলোয়ার নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                তৌহিদেরা নাও তলোয়ার

এমন দেশে জন্ম মা'য়ের
      রক্তে রাঙা লাল,
রাষ্ট্র নামের তেল বাজারে
      ডুবছে নীতির হাল।

গর্জে ওঠো তৌহিদেরা
      ভাঙ্গো চোখের নিদ,
প্রতিবাদের এই যে সময়
      ধরতে হবে জিদ। 

খুন ধর্ষণে যুক্তি করে
      তর্কে করে চাল,
সুযোগ বুঝে দেশের বুকে
      তুলছে পিঠের ছাল।

স্বাধীন দেশে নেই মমতা
      নাই প্রতিবাদ আজ,
দেশের বুকে করছে শাসন 
      মাথায় পড়ে তাজ।

তৌহিদেরা নাও তলোয়ার
      ভাঙ্গো জুলুম হাত,
ভিনদেশীরা খাচ্ছে লোটে 
      স্বাধীন দেশের ভাত।

স্বরবৃত্ত--৪+৪+৪+১            
            
482 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 14 নভেম্বর 2020 23:28
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

5 মন্তব্য