হলুদ রঙের শাড়ি পরে নবান্ন আজ ঘরে ঘরে ধুম পড়েছে পিঠার; খাচ্ছে কৃষক কুলশি, কুলি ছিট, আন্দাশা, চন্দ্রপুলি ঘ্রাণ ছড়িয়ে মিঠার। বানাচ্ছে কেউ ভাপা, পুলি, কেউবা কাটা, ভাজা-কুলি, চুটকি, চটা, চাপড়ি; নকশি, নাড়ু, গোটা, মুঠি মনভরা, ফুল, মেরা, রুটি সবজিকুলি, হাফরি। পিঠার আড্ডা দিচ্ছে চাষি সবার মুখে ফুটছে হাসি ফোককা, পাপন, খেয়ে; মালাই, পাতা, ডালিম, গজা, খাচ্ছে শিশু করছে মজা পাটিসাপটা পেয়ে। চিকন, চিতই, ঝিনুক, চালা মসলা, পাকন, সেমাই, ছালা, হরেকরকম আছে; ঝিনুক, ঝুরি, খায় বিরানী সফল চাষির খেত নিড়ানি দুঃখ নেই আর কাছে। __________________
মাহতাব উদ্দিন
কবি মাহতাব উদ্দিন এম. এ ১৯৭৪ সালের ১৬ জানুয়ারি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন বেড়াইদেরচালা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অত্র গ্রামের ঐতিহ্যবাহী প্রধানবাড়ীর একজন সদস্য। তাঁর পিতা-মরহুম মৌলভী নূরুল ইসলাম এবং মাতা-আলহাজ্ব আনোয়ারা বেগম। ব্যক্তিগতজীবনে লেখক ২০০০ সালে পারভীন সুলতানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তিনি দুই কন্যা এবং একমাত্র পুত্রের গর্বিত জনক। কবির একমাত্র একক কাব্যগ্রন্থ " স্বপ্নের জানালায়"। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ হলো- স্বপ্নিল স্বপ্নতরী, কবিতার বারান্দায়, ঝরাফুলের গন্ধ, শতফুল, স্বাধীনতার পঙক্তিমালা, একুশ আমার অহংকার এবং বিজয়ের উল্লাস।
মাহতাব উদ্দিন এর সর্বশেষ লেখা
2 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক সোমবার, 18 ডিসেম্বর 2023 11:08 লিখেছেন Unrella
stanozolol ranging from 5 to 86 where to buy cialis online forum 03 million for the postal component alone
- মন্তব্যের লিঙ্ক বুধবার, 18 নভেম্বর 2020 00:57 লিখেছেন ইদি আমিন
মনমাতানো লিখনশৈলী কবি,,, অসাধারণ উপস্থাপন
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.