এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 18 নভেম্বর 2020 00:41

মজার পড়া- ছন্দ ছড়া নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                মজার পড়া- ছন্দ ছড়া 
মোঃ বাবুল__________ 
___________________
ছন্দ ছড়া মজার ছড়া
ছন্দে ছন্দে কয়,
কবির ছন্দে হাসায় কাঁদায়
ছন্দের অভিনয়।

ছন্দ ছড়া জাদুর কাঁটি 
ছন্দ কবির মূল, 
ছন্দে লিখে দেখায় কবি
পদ্ম জবা ফুল। 

ছন্দ ছড়া পড়তে ভালো
ছন্দ বুনন তার,
ছন্দে কবি যতন করে
ছন্দ কবিতার। 

ছন্দ ছড়া লিখতে কবি
ছন্দতে দেয় ডুব,
ছন্দের মাঝে ছন্দ মধু
ছন্দের ভিতর খুব।

ছন্দ ছড়ায় সন্ধি ভরা
ছন্দ ঠিকানায়, 
ছন্দ তালে ছন্দের কবি
ছন্দেরি গান গায়।

স্বরবৃত্ত--৪+৪+৪+১            
            
439 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 18 নভেম্বর 2020 00:43
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

4 মন্তব্য