এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 26 নভেম্বর 2020 01:23

জান্নাতি ফল নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                জান্নাতি ফল 

মনের ভিতর ময়লা হলে
     কোরআন পড়ো ভবে,
চিত্ত মনন রাখবে শান্তি
     দুই জাহানে তবে।

ধরার বুকে বাদশা হবে 
     ঘিরবে না আর ঋণে,
নামাজ কোরান সাক্ষী দিবে
     শেষ বিচারের দিনে।

নামাজ কায়েম করে ভবে
     সহি নিয়ত ধারা,
খাঁটির চেয়ে খাঁটি প্রেমিক
     প্রভুর আশিক যারা।

হেলায় হেলায় বেলায় মেতে
     ডুবাও নাহি হাঁড়ি, 
সোনার জীবন ধূসর হলে
     কেমনে দিবা পাড়ি। 

মরন ব্যথা আসবে তেড়ে 
     থাকবেনা কেউ ঘিরি, 
বাঁচার চেষ্টা করবে যখন 
     ভেঙ্গে দিবে সিঁড়ি। 

শূন্য হাতে আসছো ধরায়
     শূন্য হাতে যাবে,
মাওলার আশিক হলে তবে
     জান্নাতি ফল পাবে।
     ________________
      স্বরবৃত্ত-৪+৪+৪+২            
            
441 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 18 ডিসেম্বর 2020 14:09
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

1 মন্তব্য