এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 29 ডিসেম্বর 2020 00:30

বায়ু শীত-করে গীত নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বায়ু শীত-করে গীত 

কন কন 
    বন  বন
         শীতে মন লুকিয়ে, 
কাঁথা চায় 
    পড়ে  গায়
         আছে দেহ মুড়িয়ে। 

বায়ু শীত
    করে গীত 
         বসে মন ছাপিয়ে, 
দাঁতে দাঁত 
     রেখে হাত
          যায় দেহ কাঁপিয়ে। 

সুরে সুর 
     অতি দূর
           ভরা বন কুয়াশা, 
হীম জলে
     হৃদ--গলে 
            ভেসে উঠে ধোঁয়াশা। 

হাসি মুখ
     উড়ে দুখ
           ফুল ফুটে মাঠেতে,
মন--মাঝি 
     ধরে বাজি
            চলে মন ঘাটেতে।            
            
416 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 29 ডিসেম্বর 2020 20:20
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

1 মন্তব্য