এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 04 জানুয়ারী 2021 15:14

খোকার বায়না নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                খোকার বায়না

মা'গো বলো সূর্য তারায় 
কে দিয়েছে আলো,
দিনের শেষে রাত্র এলে
হয় কেনো মা কালো।

মা'গো বলো দূর গগনে 
কেনো চাঁদের খেলা,
কেমন করে আকাশ পানে
বসে মেঘের ভেলা। 

মা'গো বলো বৃক্ষলতায়
কেমনে যে ফুল ফোটে, 
স্রোতের তালে নদীর জলে 
কেমনে নৌকা ছোটে। 

মা'গো বলো প্রজাপতি
কেমনে রঙিন হলো,
রাতের বেলা চাঁদকে ঠেলে
কে তাহাদের বলো।

মা'গো বলো পাখপাখালি 
পাহাড়-পর্বত নদী, 
রবের নূরে জগত খোকা 
চলছে নিরবধি।

স্বরবৃত্ত--৪+৪+৪+২            
            
405 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 18 জানুয়ারী 2021 23:06
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য