এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 15 জানুয়ারী 2021 21:28

ভাঙ্গা মনের কান্না নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ভাঙ্গা মনের কান্না 

জগত জুড়ে প্রেমের লীলা 
হৃদয় ভাঙ্গার এই না ঘরে,
আশায় কাটে দিন-রজনী 
প্রেমের বিষে যাই যে মরে।

স্মৃতির ঘরে প্রীতির অভাব 
ধুলোর কণা বালুচরে, 
হৃদয় ঝরার শুকনো পাতা
নীল বাতাসে যায় যে ঝরে। 

বিষাদের ঐ অগ্নি জ্বালা
হয়না সহন এইনা তরে,
ময়লা মনে বাঁধলে বাঁধন
কি লাভ হবে মনটা ধরে।

কতো আশায় স্বপ্নে হাসায়
মন ভুলানো সখীর নীড়ে, 
যতন করে পাষাণ দিলে
করলে আঘাত বিষের তীরে। 

রাঙা আঁচল কোকিল সুরে
স্মৃতির ব্যাংকে রাখছি জমা,
ভাঙ্গা মনের কান্না যতই
করবেনা শেষ বিন্দু ক্ষমা।            
            
3123 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 ফেব্রুয়ারী 2021 15:12
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

1788 মন্তব্য