এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 21 জানুয়ারী 2021 14:24

প্রথম দেখা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                প্রথম দেখা

প্রথম দেখা যায়নি ভুলা মন গহীনে নাচে,
করলি আমায় দিশেহারা তোর বদনের কাছে।
মগ্ন আমি তোরই প্রেমে, 
যায় না খানিক বিন্দু থেমে,
তোরই আশে দিন-রজনী নিত্য প্রেমে বাঁচে,
প্রথম দেখা যায়নি ভুলা মন গহীনে নাচে।

মরবো আমি তোর বিরহে তোর আঁচলের পাছে,
স্বপ্ন জুড়ে তোর বদনে নিত্য ডাকে কাছে। 
বন্ধ আঁখি মেলতে ডানা, 
যায় উড়িয়ে স্বপ্ন খানা,
তোর স্মরণে সোনার জীবন নিত্য রসে বাঁচে,
প্রথম দেখা যায়নি ভুলা মন গহীনে নাচে।

পাখি যদি হতাম আমি বসতাম গিয়ে কাছে,
মধুর সুরে গাইতাম আমি তোর আঙ্গিনার গাছে।
স্বপ্ন যতো পূরণ হতো,
মনের ব্যথা মিটতো ততো,
হৃদয় জুড়ে সোহাগ দিতো থাকতো হৃদয় কাছে,
প্রথম দেখা যায়নি ভুলা মন গহীনে নাচে।            
            
514 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 ফেব্রুয়ারী 2021 15:31
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য