মঙ্গলবার, 02 ফেব্রুয়ারী 2021 18:30

শহর চিত্র নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                শহর চিত্র 

রাত পোহালে ছুটে মানুষ 
        ধান্ধা করে কাজে
পেট বাঁচানোর তাগিদ মাথায় 
        সকাল হতে সাঁঝে।

শহর জুড়ে আলোর নহর 
        গাড়ির বহর ছুটে
লাইন ধরে লোক দাঁড়িয়ে থাকে 
        কোন বাসে কে উঠে।

ভিড় ঠেলে সব উঠছে বাসে
        সময়টা দেয় তাড়া 
সময়মত পৌঁছাতে হয়
        থাক না যতো ফাঁড়া। 

বলছি আমি সেই না শহর 
        রাজধানী সেই ঢাকা 
মানুষ এবং অমানুষের 
        এক সনে হয় থাকা। 

কেউ সেখানে ধান্ধা করে 
        দিনের আলোয় সুখে
কেউ বা আবার আঁধার রাতে
        বুলেট মারে বুকে।            
            
384 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 ফেব্রুয়ারী 2021 21:18
শেয়ার করুন
আতাউর রহমান নোমান

আতাউর রহমান নোমান ১০ই মার্চ ১৯৮২ ইং সনে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল নামক গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল বারী কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোর কিপার থাকাকালীন মৃত্যুবরণ করেন। মাতা একজন আদর্শ গৃহিণী। তিন ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। লেখাপড়া শেষ করে তিনি কুলাউড়া উপজেলাধীন রবির বাজার আলিম মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি স্বনামধন্য পাল্লাথল চা বাগানে একাউন্টস অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি ব্যস্তঘন জীবনে অত্যন্ত বিচক্ষণতার সহিত কবিতার পাশাপাশি গান, গজল, ইসলামি সংগীত ও গল্প লিখে থাকেন। ইতোমধ্যে তাঁর লেখা কিছু গান দেশের প্রখ্যাত শিল্পীদের কন্ঠে সুরারোপিত হয়ে ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে শোনা যায়।

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.