এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 04 ফেব্রুয়ারী 2021 14:26

শীত সকালে সূর্য মামা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                শীত সকালে সূর্য মামা 

সূর্য মামা রাগ করেছে 
      মান করেছে রোদ 
শিশির কণায় হেসে মরে 
      দেখে মামার ক্রোধ। 

মুখ ঢেকেছো কা'র চাদরে 
      শিশির ডেকে বলে
এসব শুনে সূর্য মামার 
      গায়ে আগুন জ্বলে। 

সকাল গেলো দুপুর গড়ায়
      মান ভাঙে না তবু 
শীতের ভয়ে সূর্য মামা 
      রয় কি তবে কাবু। 

রাগ না ভাঙে মামার যদি 
      রোদ হাসে না তবে 
রোদের হাসি না পেলে যে
      দিবস মলিন ভবে।

শীত সকালের মান অভিমান 
      সূর্য মামা রোদের 
অনুরাগের হাসি ফোটে 
      শিশির কণা বোধের।            
            
553 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 ফেব্রুয়ারী 2021 21:21
শেয়ার করুন
আতাউর রহমান নোমান

আতাউর রহমান নোমান ১০ই মার্চ ১৯৮২ ইং সনে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল নামক গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল বারী কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোর কিপার থাকাকালীন মৃত্যুবরণ করেন। মাতা একজন আদর্শ গৃহিণী। তিন ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। লেখাপড়া শেষ করে তিনি কুলাউড়া উপজেলাধীন রবির বাজার আলিম মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি স্বনামধন্য পাল্লাথল চা বাগানে একাউন্টস অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি ব্যস্তঘন জীবনে অত্যন্ত বিচক্ষণতার সহিত কবিতার পাশাপাশি গান, গজল, ইসলামি সংগীত ও গল্প লিখে থাকেন। ইতোমধ্যে তাঁর লেখা কিছু গান দেশের প্রখ্যাত শিল্পীদের কন্ঠে সুরারোপিত হয়ে ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে শোনা যায়।

আতাউর রহমান নোমান এর সর্বশেষ লেখা

1 মন্তব্য