এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 13 ফেব্রুয়ারী 2021 17:16

একুশ মানে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                একুশ মানে

একুশ মানে রক্তে ভেজা
    লাল সবুজের দেশ,
একুশ মানে ছয়টি রাণীর 
    রঙ বাঁধনের কেশ।

একুশ মানে বাংলা ভাষা
    সুর মিতালীর গান,
একুশ মানে মুক্ত হাওয়া
    দেশ দরদীর টান।

একুশ মানে রঙ বসন্ত 
    অজয় নদীর জল,
একুশ মানে সুখ দুলালীর 
    আনন্দের কলকল। 

একুশ মানে অশ্রু কণা 
    রক্ত ভেজা ঘাম, 
একুশ হলো গলার মালা 
    বাংলা মা'য়ের নাম।

স্বরবৃত্ত----৪+৪+৪+১            
            
448 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 04 মার্চ 2021 20:17
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

7 মন্তব্য