এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 23 ফেব্রুয়ারী 2021 16:02

কষ্ট কেলি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কষ্ট আমার গলার মালা 
    কষ্টে ভরাট মন,
কষ্ট আমার নিত্য সাজন
    কষ্ট হীরা ধন। 

কষ্ট আমার চন্দ্র শোভা 
    কষ্টে বাজায় বীণ,
কষ্ট আমার নিত্য ঘরের
    সুখ দুলালের ঋণ।

কষ্ট আমার ভুবন জুড়ে 
    কষ্ট বেলার সাঁঝ,
কষ্ট আমার বরফ শীতল 
    কষ্ট মাথার তাজ।

কষ্ট আমার অঙ্গ জুড়ে 
    কষ্টে তাড়ায় খুব,
কষ্ট আমার নীল সাগরের
    সাঁতার কাটার ডুব।

কষ্ট আমার সৃঙ্গী ছায়া
    কষ্ট নদীর জল
কষ্ট আমার হরহামেশা 
    কষ্ট দেহের বল।

স্বরবৃত্ত-----৪+৪+৪+১            
            
351 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 04 মার্চ 2021 20:30
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

1 মন্তব্য