শনিবার, 27 ফেব্রুয়ারী 2021 16:01

কিনে নিলে সবি সুখ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                মন--কাঁদে 
        তার ফাঁদে
        নিয়ে আশা যত তার,
প্রেম ছায়া 
        মিছে মায়া
        করে মন হাহাকার। 

মেরে তীর
         ভেঙে নীড়
         চলে গেছো বহুদূর, 
ঘর--বাঁধে
        সুখ সাধে
        সাধনার নিয়ে সুর।

মনো-আশা
         ভেঙে বাসা
         কিনে নিলে সবি সুখ,
ব্যথা দিয়ে
        সুখ--নিয়ে 
        দিয়ে গেলে সবি দুখ।

রঙ--ডালে 
       প্রেম জালে
       করে চিলে কত ছল,
বিষ-বীণে 
       শেষ দিনে
       পেয়ে যাবে তারি ফল।            
            
474 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 04 মার্চ 2021 20:35
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.