এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 19 মার্চ 2021 17:44

রঙ বাসন্তী নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                শীতের শেষে গরম এসে 
মন ফাগুনে বলে যায়, 
প্রাণের কোকিল ডানা মেলে
সুর বসন্তে গানা গায়।

ঝরা গাছে নতুন পাতায় 
আম্র সাখে ফুটে ফুল,
ভ্রমর কলি যায় উড়িয়ে 
খুঁজে রাণী ঋতুর মূল।

গাছের ডালে টিনের চালে 
চুড়ুই পাখির খেলা ঘর,
বটের ছায়ায় বাজায় বাঁশি
হাসায় নদীর বালুচর। 

ভোর প্রভাতে পাখপাখালি 
উড়ে কতো শঙ্খ চিল, 
সাঁঝের বেলা যায় যে দেখা
রঙবেরঙের কতো মিল।

মুগ্ধ মনে তৃপ্তি মিটায় 
যায় না ভুলা বেলা ক্ষণ, 
রঙ বাসন্তী স্বপ্নে হাসায়
পেয়ে রাণীর চিত্ত মন।            
            
446 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 04 এপ্রিল 2021 21:42
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

1 মন্তব্য