এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 10 এপ্রিল 2021 18:43

ব্যর্থ মহাজন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                মোঃ বাবুল 

হারিয়ে গেছে সকল আশা
      থমকে গেছে বাণী, 
করোনা ভয় সমাজ জুড়ে 
      কাঁদছে রাজা রাণী। 

করুণ রোগে দিচ্ছে ঠেলে 
      বাড়ছে তারি গতি,
বিশ্ব জুড়ে আঁধার ঘরে
      হচ্ছে জাতি ক্ষতি। 

শক্তি যতো টুটছে ততো 
      ভক্তি করে ধ্যানে,
জ্ঞানের তরে লড়াই করে
      ব্যর্থ মহাজনে।

প্রতি দিনই বাড়ছে দেখো 
      করোনা ভয় ভীতি,
হিসাব কষে শেষের বেলা 
      নাই যে কোন প্রীতি।

চোখের জলে ভাসছে কত     
      বিধির গড়া হাতে, 
রহম করো মাওলা তুমি
      শান্তি ঢালো তাতে।            
            
392 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 06 মে 2021 19:24
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

4 মন্তব্য