এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 22 এপ্রিল 2021 00:15

সোনার দেশটা গড়ি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                সোনার দেশটা গড়ি

এসো না ভাই সকল মিলে
সোনার দেশটা গড়ি,
অত্যাচারের হত্যা থেকেই
দেশটা রক্ষা করি।

আত্মত্যাগে জীবন তরে
শহিদ নামের ঘ্রাণে,
তাজা রক্তে লিখেই যাবো
দেশের মায়ার প্রাণে।

জোরজুলুম কে হটাই দিয়ে
করবো দেশটি খাঁটি, 
ইচ্ছে মতো মা'য়ের দেশের 
মাখবো অঙ্গে মাটি।

মুসলিম নামে গড়বো দেশটি 
দেখবে অবাক বিশ্ব,
ঘুষের নামের চিহ্ন ছিঁড়ে 
পালটে দিবো দৃশ্য। 

আরব দেশের মতো হবে
পর্দাই নারীর ভাষণ, 
অসৎ পথের রাজ্য ভেঙে 
কোরআন হবে শাসন। 

উচ্চস্বরে শপথ করে 
নামতে হবে মাটে, 
ইসলাম রক্ষা করতে হলে 
সুর তুলো ভাই পাঠে।            
            
455 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 06 মে 2021 19:42
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য