এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 01 জুন 2021 22:38

কোরআন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কোরআন

কোরআনের ওই শুনলে বাণী
     রয়না ঘরে প্রাণ,
সুরের তালে নিদ চলে যায়
     খুঁজতে থাকি ঘ্রাণ।

কোরআনের ওই সুর ধ্বনিতে
     মধুয় ভরা খুব,
মধুর রসে জনম ভরে 
     দেই সাগরে ডুব।

শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ মাওলা 
     সুরের কলতান, 
ধ্যান হারিয়ে যায় যে প্রভু
     শুনলে সুরের টান।

মন ভুলানো সুরের তালে 
     ছন্দে ভরা ঝাঁক, 
স্তব্ধ হয়ে রয় যে তবে
     দিন দুনিয়ার হাঁক।

মধুর সুরে শুনলে কোরআন 
     চিত্ত শীতল হয়,
কোরআনের ওই বাণীর ভিতর
     ইসলামেরই জয়।            
            
376 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 11 জুন 2021 13:04
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

1 মন্তব্য